ইরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত তেলআবিবের ভবন। ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১৫ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৪ জুন) গভীর রাতে শুরু হওয়া এই হামলা ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ আক্রমণে পরিণত হয়েছে। রাজধানী তেলআবিব, হাইফা, বাত ইয়াম, জেরুজালেমসহ একাধিক শহর কেঁপে উঠে একের পর এক বিস্ফোরণে।
ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো রক্ষা করতে হিমশিম খায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা বাহিনীর বারবার সতর্কতা সত্ত্বেও নাগরিকদের অনেকেই রাতভর আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলায় ৮ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে লাশ।
ইরানের হামলার ঠিক একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হুতিরা দাবি করে, তারা তেলআবিবের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) বলছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তারা নিশ্চিত করতে পারেনি। কেবল শুক্রবার হুতিদের একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আঘাত হানে, যেখানে কয়েকজন আহত হন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানিয়েছে, বাত ইয়ামে একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনটি আংশিক ধসে পড়ে।
হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, হামলার পর অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ করছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com