ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১৫ জুন ২০২৫
| ইসরায়েলের দখলকৃত বিভিন্ন স্থাপনায় আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) রাতে এই হামলা চালায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (IRGC) মহাকাশ ইউনিট। এই অভিযানের নাম দেওয়া হয় ‘ইয়া আলী ইবন আবি তালিব’, যা ঈদ আল ঘাদীর পবিত্রতার সঙ্গে যুক্ত বলে জানায় ইরান।
ইরানি গণমাধ্যম জানায়, এই হামলায় ব্যবহার করা হয়েছে আধুনিক ও দূরপাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র:
‘ইমাদ’ হলো গাদর ক্ষেপণাস্ত্রের আধুনিক ও উন্নত সংস্করণ, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে।
গাদর হচ্ছে শাহাব-৩ ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি ২০০৩ সাল থেকে ব্যবহৃত হচ্ছে এবং ২০০৫ সালে উন্নত সংস্করণে রূপ নেয়।
খাইবার শেকান ইরানের অন্যতম আধুনিক ও কার্যকর ক্ষেপণাস্ত্র।
আইআরজিসির দাবি অনুযায়ী, এটি ছিল দখলকৃত অঞ্চলে ইরানের এতদিনের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র অভিযান। হামলায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানা হয়েছে।
ইরান জানায়, এই হামলা ছিল তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলায় সেনা কমান্ডার ও সাধারণ নাগরিক নিহত হওয়ার জবাব। শুক্রবার ও শনিবারের হামলায় ইরানে প্রাণহানির ঘটনায় দেশটির জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে, যার বহিঃপ্রকাশ এই পাল্টা হামলায় দেখা যায়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com