ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১৫ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। রাজধানী তেলআবিবসহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাত থেকে রোববার (১৫ জুন) সকাল পর্যন্ত চলা এই আক্রমণে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের এই পাল্টা আক্রমণ ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ইসরায়েলের পুলিশ এবং জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইসরায়েলি পুলিশ জানায়, উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। তাদের মধ্যে রয়েছেন দুইজন ৪০ বছর বয়সী নারী, এক ২০ বছরের নারী এবং এক ১৩ বছর বয়সী কিশোরী।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারীরা।
পরবর্তীতে মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে আরেকটি ক্ষেপণাস্ত্র ঢুকে পড়লে তিনজন নিহত হন। এমডিএ জানায়, একটি ভবনে সরাসরি আঘাত হানার সময় ৬০ বছর বয়সী এক নারী প্রাণ হারান, এবং আশপাশের একাধিক ভবনেরও গুরুতর ক্ষতি হয়েছে।
হামলার পুরো স্থায়ীত্বকালজুড়ে মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন অনেকে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com