ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে উভয় কলেজের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। গত ২১ এপ্রিল, সোমবার, রাজধানীর সাইন্সল্যাব ওভার ব্রিজের উপর ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে অজ্ঞাত পরিচয় বেধড়ক মারপিট করে। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে হামলার কে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।
এ ঘটনার পরপরই রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, যা বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজনা প্রশমনে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংঘর্ষের প্রেক্ষিতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ২৩ ও ২৪ এপ্রিল (দুইদিন) বুধবার/ বৃহস্পতিবার ক্লাস স্থগিত রাখার ঘোষণা দেয়। একইসঙ্গে জানানো হয়, অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং পূর্ব নির্ধারিত অনার্স পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সিটি কলেজ কর্তৃপক্ষও এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার/বৃহস্পতিবারের সকল ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেয়। পরবর্তীতে কলেজটি ২৩ ও ২৪ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) তারিখেও ক্লাস স্থগিত রাখবে বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় একটি বিশেষ টিম গঠন করেছে। টিমটি ধানমন্ডি এলাকার তিনটি কলেজের মধ্যে চলমান বিরোধ নিরসনে কাজ করবে।
কলেজ প্রশাসন শিক্ষার্থীদের প্রতি সহনশীলতা ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে। পরবর্তী ক্লাস ও পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com