ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই ছিনতাইকারী আটক

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই ছিনতাইকারী আটক

বাকৃবি প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পুলিশ ক্যাম্পের সদস্যরা দুইজন ছিনতাইকারীকে আটক করেছেন।

বুধবার (৯ এপ্রিল) ঘটনাটি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান। 

এ সময়ে এসআই মোখলেছুর রহমান ছিনতাইকারী চার জনের পরিচয় প্রকাশ করেন। আটককৃতরা হলেন- কেওয়াটখালির আইলসের মোড়ের মৃত নূর ইসলামের ছেলে মো. রুমান (২০), একই স্থানের দুলালের ছেলে মো. রাকিব (২১)। পলাতক দুই জন হলেন- কেওয়াটখালির মো. মহিদুল (২০) এবং কেওয়াটখালির বলাচাপুর হাক্কানীমোড়ের মো. সামি (১৯)।

ঘটনা সম্পর্কে মোখলেছুর রহমান জানান, নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পাড়ে বিকালে ঘুরতে গেলে ছিনতাইকারী দলের চার সদস্য তার মোবাইল ফোন এবং মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আশেপাশের লোকজনের সহযোগিতায় একজনকে ধরা গেলে তাকে ভ্রাম্যমাণ প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি আরো জানান, জব্দকৃত ছিনতাইকারীকে ব্যবহার করে পুলিশ অভিযানের মাধ্যমে আরো এক সদস্যকে জব্দ করা সম্ভব হয়েছে। এবং তার কাছ থেকেই ওই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং নগদ ৬২০ টাকা পাওয়া গিয়েছে।

ছিনতাইকারীদের মধ্যে রুমান বলে, "আমরা চারজন মিলে ভাইকে ধরলে ভাই আমাকে আটকে রাখে বাকি তিন সঙ্গী পালিয়ে যায়। পরে আমি তাদেরকে ফোন দিয়ে ডাকলে রাকিব আবার ফেরত আসে তখন স্যাররা রাকিবকে আর আমাকে ধরে নিয়ে ক্যাম্পে আসে। বেশিদিন হয়নি আমরা এসব কাজ শুরু করেছি। আমাদেরকে শয়তানে ধরেছিল এজন্য আমরা এরকম কাজ করেছি।"

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত শিরোনাম তালেবানের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন রাশিয়ার সুপ্রিম কোর্ট শিরোনাম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার শিরোনাম ধুনটে শ্লীলতাহানির ঘটনায় যুবক গ্রেপ্তার শিরোনাম তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিরোনাম রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা/