ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ইব্রাহীম হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ :
প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৬ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলা সহ প্রতিটি উপজেলায় বিজয় দিবস উৎযাপন 

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৬ মার্চ ২০২৫

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলা সহ প্রতিটি উপজেলায় বিজয় দিবস উৎযাপন 

ইব্রাহীম হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ :



যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। 
এরপর সূর্যদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, এরপর জেলা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ আব্দুর রাজ্জাক এর কবর জিয়ারত, সকাল ৯টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এর আগে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনায় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। 
তাছাড়া জেলার কলারোয়া, তালা,দেবহাটা, আশাশুনি, কালীগঞ্জ,ও শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এরপর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।
এছাড়া সুবিধা জনক সময়ে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারী শিশু সদন ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। 
সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও সাজসজ্জাকরনের ব্যবস্থা করা হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!