ছবি : সংগৃহীত
ঢাকার মুল সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা জন্য নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে রিকশার গতিরোধ করার জন্য বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। কোনো রিকশা যখন এ ট্র্যাপার পার হতে যাবে তখন লোহার খাঁজে চাকা আটকে বা বাঁকা হয়ে যাবে।
শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে এ ট্র্যাপার বসানো হয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে প্রাথমিক পর্যায়ে যদি এটি কার্যকর প্রমাণিত হয়, তাহলে পর্যায়ক্রমে ঢাকার অন্য সড়কেও এ ট্র্যাপার বসানো হবে।
এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপাতত পরীক্ষামূলকভাবে ট্র্যাপারগুলো স্থাপন করা হচ্ছে। এতে কাজ হলে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com