ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ইমদাদুল হক সাব্বির :
প্রকাশিত : ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

ছোট মাঠের না, আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০২৫

ছবি : সংগৃহীত

ইমদাদুল হক সাব্বির :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের ও সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিমওয়ার্ক জরুরি এবং দেশে যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১৭ মার্চ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে এসব কথা বলে তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটি দেশ। আমরা দুনিয়ার মাঠে খেলি। আমাদের দেখে লোকে হাততালি দেয়। বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম করতে পারি। আমরা বাস্তবেও পারি। আমাদের সে সুযোগ আছে। সেই সুযোগের কথা বারবার বলার চেষ্টা করছি। এ সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি।

নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে তিনি আরও বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই। নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাব। এটা মুখে বলার দরকার নেই। কাজে বলব, যে হ্যাঁ এ হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দেবে যে হ্যাঁ, এ একটা কাজ এবং আশপাশের যারা আছে, তারা বলবে যে ভাই, আপনারা একটা কাজ দেখালেন। এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এ কাজ হতে পারে। পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ, পুলিশ সম্পর্কে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়। খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখব, ভালোটা আগে করব। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত।

ছোট মাঠের না, আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় : প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাহিনী সামগ্রিকভাবে একটি কাঠামো। এ কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি। আমরা কী কী করলে হবে, সেই আলোচনা আমরা শুরু করি। যে এসব জিনিস হলে, এটা একটা টিম ওয়ার্ক। একক উপদেষ্টা হুকুম দিয়ে দিলে পুলিশ করে ফেললে, এ রকম না। সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে সব চেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলো পুলিশ বাহিনী।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!