ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

কবিতায় বঙ্গবন্ধু-একাত্তর থাকায় বন্ধ করে দেওয়া হলো একুশের অনুষ্ঠান

প্রকাশিত : ১০:৩৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

কবিতায় বঙ্গবন্ধু-একাত্তর থাকায় বন্ধ করে দেওয়া হলো একুশের অনুষ্ঠান

নিউজ ডেস্ক :

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন।

চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনার সংলগ্ন নন্দনকানন টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। চট্টগ্রামের প্রায় ২০টি সংগঠন এতে অংশ গ্রহণ করে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ওই স্থানে অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন সংগঠনের আবৃত্তিশিল্পীরা কবিতা আবৃত্তি করছিলেন। পাশাপাশি গান ও কথামালাও চলছিল।

চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের অন্যতম সমন্বয়ক মিশফাক রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টার দিকে শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইন ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাকে হেনস্তা করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এখানে আমরা অসহায়ের মতো অনুষ্ঠান বন্ধ করে চলে এসেছি।

 

জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মামুনুর রশিদ বিষয়টি স্বীকার করে বলেন, ‘ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রশাসন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নন্দনকাননে একটি অনুষ্ঠানে আবৃত্তিতে শেখ মুজিবুর রহমানের নাম বলেছে বলে আমাদের জানানো হয়। পুলিশ অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।’

 

এর আগে ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সিআরবিতে বসন্ত উৎসবের অনুষ্ঠানের অনুমতি মাঝপথে বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!