ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
আমতলী (বরগুনা) প্রতিনিধি :
প্রকাশিত : ০২:০৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

আমতলী বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত-১৭

প্রকাশিত : ০২:০৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

আমতলী বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত-১৭

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলী পৌরসভার ঢাকাগামী বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার দখলকে নিয়ে উপজেলা যুবদল ও পৌর বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানাগেছে, গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টার দখল নিয়ে পৌর বিএনপির আহবায়ক কবির ফকির ও  উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয়। সামসুল হক চৌকিদারের দাবী তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

কবির ফকিরের দাবী তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন। কিন্তু কেউ লিখিত কাউন্টার পরিচালনার কাগজ দেখাতে পারেনি। দু’জনে কাউন্টার পরিচালনার দায়িত্ব পাওয়ার দাবী করলেও গত চারমাস ধরে কবির ফকির পরিচালনা করেছেন। এদিকে গত ২৭ জানুয়ারী ইউনিক পরিবহন কর্তৃপক্ষ সামসুল হক চৌকিদারকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব  দেয়। এরপর থেকে সামসুল হক চৌকিদার কাউন্টার বুঝে নিতে চাইলেও কবির ফকির তা দেয়নি এমন অভিযোগ সামসুল হক চৌকিদারের। এ কাউন্টার দখল নিয়ে শুক্রবার রাতে আমতলী থানায় বৈঠক হয় কিন্তু পুলিশ সমাধান করতে পারেনি। শনিবার সকালে সামসুল হক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে যায়। এ সময় কবির ফকিরের চাচাতো ভাই উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক জালাল ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকিরের নেতৃত্বে তার লোকজন এসে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জের ধরে ওইদিন দুপুরে সামসুল হক চৌকিদার ও কবির ফকিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের সংঘর্ষে চৌরাস্তা রণক্ষেত্রে পরিনত হয়। ঘন্টাব্যাপী দু’পক্ষের থেমে থেমে সংঘর্ষ চলে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়।  খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  কিন্তু ততক্ষণে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। গুরুতর আহত রাহাত ফকির (২৯), ফরহাদ ফকির (৩২), আলী (২৫), সামসুল হক চৌকিদার (৪২), রেজাউল চৌকিদার (৩৫), বেল্লাল চৌকিদার (৩০), আল আমিন (৩৭), মিজানুর (৩৫) শহীদ (২১) বায়েজিদ (২৬) ও মিল্টনকে (৩৮) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পরপর  বটতলা বাসস্ট্যান্ডে পরিবহন গাড়ীতে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শনিবার সকালে বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টারের তালা সামসুল হক চৌকিদারের লোকজন ভেঙ্গে ফেলেছে।  এ নিয়ে বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওইদিন দুপুরে বাঁধঘাট চৌরাস্তায় কবির ফকিরের লোকজন সামসুল হক চৌকিদারের ওপর হামলা চালায়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে অনেকজন আহত হয়েছে।  ঘটনার অনেক সময় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। 

আমতলী উপজেলা ছাত্রদল আহবায়ক সোয়েব ইসলাম হেলাল বলেন, আমার ভাই বেল্লাল চৌকিদার কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার ব্যবসা প্রতিষ্ঠানে রাহাত ফকির ও ফরহাদ ফকিরসহ তার সহযোগীরা হামলা করে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে।  
আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সামসুল হক চৌকিদার বলেন, ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত ২৭ জানুয়ারী আমাকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কিন্তু করিব ফকির কাউন্টার জোরপুর্বক দখলে রেখেছেন। আমি এ বিষয়টি পুলিশকে অবহিত করেছি। পুলিশ চেষ্টা করেও কবির ফকিরতে মানাতে পারেনি। শনিবার আমি কাউন্টারে গেলে কবির ফকিরের লোকজন আমার লোকজনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এতে আমিসহ ১০জন আহত হয়।

 

আমতলী পৌর বিএনপির আহবায়ক কবির ফকির বলেন, আমার কাউন্টার সামসুল হক চৌকিদার ও তার লোকজন দখল করতে গেলে আমার লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সামসুল হক চৌকিদার ও তার লোকজন আমার ভাইয়ের দুই  ছেলেসহ সাতজনকে কুপিয়ে জখম করেছে। 


আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাসেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত ৭জনকে চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!