ঢাকা, ১৮ মে, ২০২৪
স্পোর্টস ডেস্ক :
Publish : 07:27 AM, 13 May 2024.
Digital Solutions Ltd

মেসির খেলার খবর শুনেই ম্যাচের টিকিট শেষ

Publish : 07:27 AM, 13 May 2024.
মেসির খেলার খবর শুনেই ম্যাচের টিকিট শেষ

মেসির খেলার খবর শুনেই ম্যাচের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক :

আগামী ২৮ এপ্রিল এই মাঠে স্থানীয় ক্লাব নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে মেজর লিগ সকারে খেলার কথা রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। এরইমধ্যে বিক্রি হয়ে গেছে মেসির ম্যাচের ৬০ হাজার টিকিট। বাকি ৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেলেই জিলেট স্টেডিয়ামে ফুটবল তো বটেই, যে কোনো খেলাতেই দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের সবচেয়ে জনবহুল রাজ্য ম্যাসাচুসেটসে। মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম সেখানে যাবেন মেসি। তার যাওয়া খবরে এরইমধ্যে বিক্রি হয়ে গেছে স্থানীয় ক্লাব নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে মায়ামি ম্যাচের ৬০ হাজার টিকিট। রেভুলেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাতে প্রায় ৫ হাজারের মত টিকিট বাকি আছে। তবে, টিকিটগুলো কত দামে বিক্রি করা হবে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। গণমাধ্যমের খবর, বাকি প্রায় ৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেলে নিউ ইংল্যান্ড রেভুলেশনের ঘরের মাঠ ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ফুটবল তো বটেই যেকোনো খেলাতেই দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে যাবে।

এই মাঠে এর আগে ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল ২০০২ সালে এমএলএস কাপে। নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সেই ম্যাচে ৬১ হাজার ৩১৬ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছিলেন। আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ দর্শক হয়েছিল ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ম্যাচে। ৫৭ হাজার ৮৭৭ জন দর্শক দেখেছিলেন সেই ম্যাচ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ এনএফএলের দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ঘরের মাঠ এই জিলেট স্টেডিয়াম। ছয়টি সুপারবোল জেতা দলটিও এক ম্যাচে এত দর্শক টানতে পারেনি যতটা মেসির টানে আসছেন এই মাঠে।

মেজর লিগ সকারের এক মৌসুমে গড়ে প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪২ হাজার ৯৪৭ জন দর্শক জিলেট স্টেডিয়ামে স্বাগতিক নিউ ইংল্যান্ড রেভুলেশনের খেলা দেখেছিলেন ২০১৫ সালে। আগামী ২৮ এপ্রিল রেভুলেশনের বিপক্ষে মায়ামরি ম্যাচ দেখতে ৬৫ হাজার দর্শক এলে আগের সব রেকর্ড ভেঙ্গে যাবে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মায়ামির শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। আর্জেন্টিনার হয়ে শেষ দুই ম্যাচেও তাকে ছাড়াই একাদশ সাজাতে হয় স্ক্যালোনিকে।

এমন কঠিন সময়ে স্বস্তির খবর দিলেন মায়ামি কোচ তাতা মার্তিনো। এপ্রিলের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব মোন্তেরেইয়ের বিপক্ষে দুই লেগেই শত ভাগ ফিট মেসিকে পাওয়ার আশা তার। তাই নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে মেসির খেলা নিয়ে তাই নির্ভার থাকতেই পারেন সমর্থকরা।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আমতলীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শিরোনাম ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু শিরোনাম ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন শিরোনাম মাদ্রাসা ছাত্র সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবর গ্রেপ্তার শিরোনাম চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই শিরোনাম ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার