নিজস্ব প্রতিনিধি
ব্রম্মপুত্রের নদীর ভয়াবহ ভাঙ্গনে পুরাতন বসতভিটা, আবাদি জমি, বিলীন হয়েছে ।হুমকির মুখে পড়েছে প্রায় শতাধিক পরিবার বসতভিটা আবাদি জমি আমনক্ষেত।
সোমবার ৪ নভেম্বর ২০২৪ ইং সকালে জমিনে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মশালচর দুটি চড়ে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের তান্ডবে প্রায়১৫ টি পরিবারের বসতভিটা জামে গাছপালা, আবাদি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে প্রায় শতাধিক পরিবারের বসত বাড়ি অনেকের আশ্রয়ের সন্ধান মিলছে না। মানবতা জীবন যাপন করছেন ভাঙ্গনের কবলিত এলাকার আজজুল হক , তফিজ, মুসা রেজাউল , লিটন আবুল হোসেন, বাদশা সহ অনেকে জানান, ব্রহ্মপুত্র নদের মাঝে মাশালের চড় তাই প্রতিবছর ভাঙ্গে এখানে ভাঙ্গা গড়ার খেলা বাস্তবে ভাঙ্গন রোদে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বা পূর্ণবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।আরোও জানান রাতে ভাঙ্গনের শব্দে সারারাত ঘুম ধরে না, সব সময় ভয়ে আতঙ্কে থাকি চেয়ারম্যান বাবলু মিয়া জানান ভাঙ্গনের শিকার হয়ে অসহায় ভাবে লোকগুলো জীবনযাপন করছেন আমি বিষয়টি কর্তৃপক্ষ নিকট অবগত করছি ।এ প্রতিবেদক কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ৪ নভেম্বর সোমবার এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন বিষয়টি অবগত আছি ভাঙ্গন রোদে বর্তমান প্রজননীয় বরাদ্দ নেই
বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com