কাউনিয়ায় ফেন্সিডিল সহ ৩ নারী মাদক কারবারি আটক
রংপুরের কাউনিয়ায় ফেন্সিডিল সহ ৩ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ১২ টায় পাঞ্জরভাঙ্গা মৌজাস্থ তিস্তা ব্রিজের অনুমান ৩০০ গজ দক্ষিনে জনৈক মোঃ এনামুল হক এর খাবার হোটেলের সামনে তাদের কে আটক করা হয়।
আটকৃতরা হলেন, গাইবান্ধা জেলার পলাশাবাড়ি থানার রায়গ্রাম গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম (২৮),কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ওলি মিয়ার স্ত্রী সোহানা মনি (২৮),একই এলাকার মোঃ আব্দুল জব্বারের মেয়ে রুনা (২৭),
পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে পাঞ্জরভাঙ্গা মৌজাস্থ তিস্তা ব্রিজের অনুমান ৩০০ গজ দক্ষিনে জনৈক মোঃ এনামুল হক (৪০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম এর খাবার হোটেলের সামনে তিস্তা টু রংপুর গামী মহাসড়কের উপর কাউনিয়া থানার এসআই/ডন কংকন বর্মন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তিন জন নারী মাদক কারবারিকে আটক করেন, এ সময় তাদের হেফাজতে থেকে ০৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং মাদক বিক্রয়ের ১২,১৬৫ টাকা ও ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস আই ডন কংকন বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক আইনে ব্যবসায়ীদের গ্রেফতার করে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com