ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : :
প্রকাশিত : ১১:৪৯ এএম, ১১ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

হঠাৎ বিদ্যুৎ চলে গেলেই টর্চ লাইট ও মোবাইলের  আলোতেই  চলে জরুরি বিভাগে রোগীর  ড্রেসিং ও সেলাই 

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১১ এপ্রিল ২০২৫

হঠাৎ বিদ্যুৎ চলে গেলেই টর্চ লাইট ও মোবাইলের  আলোতেই  চলে জরুরি বিভাগে রোগীর  ড্রেসিং ও সেলাই 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : :

 

রংপুরের কাউনিয়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।প্রায় আড়াই তিন লাখ  জনগণের ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ৫০ কেভি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর থাকলেও অজানা কারনে  ৩ বছর  সন্ধান মিলছে  না, কোন কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগে     বিদ্যুৎ চলে গেলে  মোবাইল ও টস লাইট এর  আলোতে  সেবা নিতে আসা রোগীদের ড্রেসিং ও সেলাই করতে হয়,  এছাড়া ভিতরে প্রচণ্ড গরম উপেক্ষা করে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর প্রচুর ভীড়, তবে বিদ্যুৎ নেই।বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের সাথে কথা বলে জানা যায়,  কোন কারনে   বিদ্যুৎ চলে গেলে  হাসপাতালে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় লোডশেডিংয়ের সময় রোগীদের কিছুটা স্বস্তি দিতে স্বজনদের দেখা গেছে হাতপাখা, কাগজ ও কাপড় নাড়িয়ে বাতাস করতে। রোগীর স্বজনরা জানান, বিদ্যুৎ যখন চলে যাচ্ছে তখন হাতপাখাই তাদের ভরসা।তাদের দাবি, হাসপাতালে রোগীদের কথা চিন্তা করে লোডশেডিংয়ের সময় জেনারেটর বা অন্য কোনো উপায়ে ফ্যানগুলো চালানোর ব্যবস্থা করা, যাতে অন্তত রোগীদের কষ্ট কিছুটা কমে।

খোঁজ নিয়ে জানা গেছে,  প্রায় ৪ লাখ মানুষ অধ্যুষিত এ জনপদের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা বিশিষ্ট সরকারি এই হাসপাতালের জেনারেটরটি প্রায়  ৩  বছর  ধরে অজানা কারনে     মেরামতের  জন্য  দেওয়া হলেও সন্ধান মেলেনি,,এছাড়া ,তবে হাসপাতাল কর্তৃপক্ষ এটি মেরামত করার জন্য তেমন কোন উদ্যোগ নেয়নি বলে হাসপাতালে আগত রোগী ও স্থানীয়রা জানান।রোগীর স্বজনরা জানান, প্রতিদিন কয়েকবার বিদ্যুৎ চলে যায়, এসময় শিশু, বৃদ্ধ-বৃদ্ধাসহ নানা বয়সের রোগীদের খুব কষ্ট হয়। হাসপাতালে এসে সুস্থ হওয়ার চেয়ে গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন তাদের রোগীরা। তারাও ভোগান্তিতে পড়ছেন। রোগীদের স্বস্তির জন্য যা হাতের কাছে পাচ্ছেন তা নাড়িয়েই বাতাস দেওয়ার চেষ্টা করছেন তারা।

ভুতছাড়া   থেকে আসা হাসান মিয়া, চিকিৎসা নিতে আসা রোগী   রুবেল মিয়া বলেন, হাসপাতালে   আসার পর   ইমারজেন্সি বিভাগে  শিলাই দিতে গিয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ চলে যায়, পরে মোবাইলে টর্চলাইট এর আলোর মাধ্যমে   সেলাই ও ড্রেসিং করা হয়, তাছাড়া দিনের বেলায়  ৪ থেকে ৫ বার লোডশেডিং হয়। এ সময় গরমে আরও অসুস্থ বোধ করি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহার কাছে  জেনারেটর বিষয়ে জানতে চাইলে  তিনি জানান,  হাসপাতালে একটি বড় জেনারেটর  আছে   তেল এবং সামান্য সার্ভিসিং এর মাধ্যমে তা ব্যবহার করার উপযোগী হবে, এছাড়া আমি জয়েন করার ৮ মাস পর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি হাসপাতালে  আরও একটি জেনারেটর রয়েছে, সেটিকে আবার ফেরত আনা হয়েছে, সেই জেনারেটরটি এতদিন কোথায় ছিল কি সমস্যা বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ শিরোনাম একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ শিরোনাম পাকিস্তান ক্ষমা চাইছে, চীন অস্ত্র দিচ্ছে কূটনৈতিক মঞ্চে খেলা দেখাচ্ছে ঢাকা শিরোনাম আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি শিরোনাম অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার শিরোনাম সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪