ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫
মানিক :
প্রকাশিত : ০৯:০৪ এএম, ০৯ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

রূপগঞ্জে পোশাকশ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, আহত ৪০

প্রকাশিত : ০৯:০৪ এএম, ০৯ এপ্রিল ২০২৫

ছবি : সংগৃহীত

মানিক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রবিনটেক্স নামের পোশাক কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন। ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখা হয়। কিন্তু বন্ধের মধ্যে ২৮ মার্চ বিনা নোটিশে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ছাড়া কারখানা বন্ধের আগে শ্রমিকদের ৬৫ শতাংশ বোনাস দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় ৫০ শতাংশ। পূর্ণ বেতনের বদলে ২০ দিনের বেতন দেওয়া হয়।


গতকাল মঙ্গলবার কারখানা খোলার দিন শ্রমিকেরা ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এ সময় শ্রমিকেরা ছাঁটাইয়ের প্রতিবাদ জানান এবং বেতন–বোনাস পরিশোধের দাবি জানান।

আজ শ্রমিকেরা এই দাবিতে আন্দোলন শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে লাঠিপেটা করে পুলিশ।


দুপুর ১২টার পর শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।


ঘটনাস্থলে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকেরা যে দাবি জানিয়েছে, তা নিয়ে আজকেই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।’

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘আমরা বর্তমানে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছি। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।’

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত শিরোনাম তালেবানের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন রাশিয়ার সুপ্রিম কোর্ট শিরোনাম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার শিরোনাম ধুনটে শ্লীলতাহানির ঘটনায় যুবক গ্রেপ্তার শিরোনাম তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিরোনাম রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা/