ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৩৮ এএম, ০৮ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

সবার কথার মাল্টিমিডিয়া রিপোর্টার এর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ০৮ এপ্রিল ২০২৫

সবার কথার মাল্টিমিডিয়া রিপোর্টার এর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিউজ ডেস্ক :

সবারকথা'র মাল্টিমিডিয়া রিপোর্টার সাবরিনা জলিল। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায়। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলেন তিনি। 

ঈদের পর গত ৫ তারিখ তাঁর বাবা-মা এবং তাঁর কাছের বান্ধবী (রুমি) বাড়িতে একা ছিলেন, এদিকে সেদিন ই সাবরিনা জলিল গেছিলেন চুয়াডাঙ্গা, তাঁর বড়ো বোনের শ্বশুরবাড়িতে। এমতাবস্থায় রাতে খাওয়া-দাওয়া শেষ করে তাঁর বাবা (আব্দুল জলিল) এবং মা (নাসরিন সুলতানা মায়া) ও তাঁর বান্ধবী শুয়ে পরেন ঘুমানোর জন্য। আনুমানিক রাত ১২ টার দিকে তাঁরা ঘুমিয়ে গেছেন বলে জানান, এরপর হঠাৎ ১:১০ মিনিটের দিকে ঘুম ভেঙে একটি ছায়ার মতো দেখতে পান তাঁর বান্ধবী রুমি। এরপর চিৎকার করলে সাবরিনার বাবা এবং মা সজাগ হয়ে যান, পরে তাঁর বাবা খেয়াল করেন ছাদের দরজা সম্পূর্ণ খোলা। তখন সকলেই একটু ভয় পেয়ে যান এরপর হঠাৎ আবছা আলোয় বুঝতে পারেন আলমারির পাল্লা খোলা সাথে সাথে তিন জন ঘরে ঢুকে বুঝতে পারেন চুরি হয়ে গেছে, 

জানা যায়, সাবরিনার বড়ো ভাইয়ের বিদেশ যাওয়া বাবদ আলমারিতে ক্যাশ টাকা ছিলো দেড় লক্ষ টাকার বেশি, স্বর্ণের গহনা ছিলো দুই ভরি এবং রুপা'র বিভিন্ন অলংকার ছিলো প্রায় দশ ভরি।

পরবর্তীতে সাবরিনা জানান, তার লাগেজে তার বড়ো বোনের বিয়ের গহনা এবং দামী কিছু থ্রিপিচ ছিলো সেগুলোর কোনো কিছুই নেই। 

সাবরিনা বলেন, আমি চুয়াডাঙ্গা ছিলাম, আমার বান্ধবীও গেছিলো আমার সাথে তবে সন্ধ্যায় সে ফিরে আসে, স্টান্ড থেকে রুমির বাড়ি খানিক টা দূরে হওয়ায় আমি বলি আমার বাড়িতে যেতে, যথারীতি তা-ই হয়। এরপর রাত ১:২৭ মিনিটে রুমি আমাকে ভিডিও কল দিলে দেখি সবাই কান্নাকাটি করছে, ঘরের সব চুরি হয়ে গেছে, আমার মায়ের খেয়ে না খেয়ে ভাইয়ের জন্য গোছানো টাকা, অলংকার কিচ্ছু নেই, নি:স্ব হয়ে গেছি একেবারে। 

এরপর সকালে বোন কে নিয়ে বাড়ি ফিরে আসি, এসে দেখি আমার ঘর এবং আমার বাবা-মার ঘর বিচ্ছিরিভাবে লণ্ডভণ্ড করে রেখে গেছে। আমার লাগেজে আমার বোনের বিয়ের গহনাসহ আমার নতুন কাপড় ছিলো সেগুলোর কিছুই নেই। 

অন্যদিকে সাবরিনার বান্ধবী রুমি জানান, আমি প্রথমে একা শুয়েছিলাম ঘুমানোর জন্য, তারপর মনে হচ্ছিলো ছাদে কেউ হাঁটছে আমি একটু ভয় পাই তারপর আন্টিকে জানাই যে আমার ভয় লাগছে, পরে আন্টি বলে ছাদে হয়তো বিড়াল হাঁটছে এমন শব্দ প্রায় ই হয় বলে আমাকে আস্বস্ত করে তারপর আন্টি আমাকে নিজের সাথে করে নিয়ে ঘুমায়। ১২ টার দিকে আমি শেষ ফোনে সময় দেখেছিলাম, এরপর হঠাৎ আমার মনে হয় পায়ে চাপ লাগছে, এরপর চোখ খুলে বুঝতে পারি একটি ছায়ার মতো বেডের উপরে দাঁড়িয়ে আছে, সাথে সাথেই আমি ফোনের টর্চ অন করে ফেলি দেখতে পাই একজন লোক দাঁড়িয়ে আছে বেডের উপরে আমি চিৎকার দিয়ে বলি 'এই কে' তৎক্ষণাৎ দৌড়ে সিড়ি দিয়ে উঠে পালিয়ে যায় লোকটি। এরপর সবাই জেগে গিয়ে বুঝতে পারি ঘরে চুরি হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত শিরোনাম তালেবানের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন রাশিয়ার সুপ্রিম কোর্ট শিরোনাম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার শিরোনাম ধুনটে শ্লীলতাহানির ঘটনায় যুবক গ্রেপ্তার শিরোনাম তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিরোনাম রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা/