ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
জুলহাস আহমেদ, বরগুনা: :
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৪ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, আদালতে মামলা দায়ের, শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৪ মার্চ ২০২৫

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, আদালতে মামলা দায়ের, শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল

জুলহাস আহমেদ, বরগুনা: :

চাকরির প্রলোভন দেখিয়ে বেকারদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা কলেজের ল্যাব সহকারী (লাইব্রেরীয়ান)  মোঃ হারুন মুন্সির বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 


এ কারনে গত শনিবার (০৮ মার্ক) সকালে  আয়লা বাজারে ব্যানার ছাড়াই একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয়রা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে হারুন মুন্সির বিচার চেয়েছেন।


ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেয়ার নাম করে হারুন মুন্সী  বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা নিলেও তাদের কারোই চাকরি হয়নি। এখন টাকা ফেরত দিতে গড়িমসি করছেন তিনি। এদিকে একটি কলেজের ল্যাব সহকারী (লাইব্রেরীয়ান)এর এমন প্রতারণার ঘটনায় এখন এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে ঠিক কতজনের সঙ্গে তিনি এমন চুক্তি করেছিলেন তার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। তার প্রতারনা থেকে বাদ পড়েনি প্রতিবন্ধী, গর্ভবতী, বিদ্যুৎ প্রত্যাশী কোন পেশার মানুষ। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করেন বলেও জানান তারা।

এবিষয়ে কবির নামের এক ভুক্তভোগী তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা যায় মেয়ের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য একটি একাউন্ট করতে বলেন হারুন। ভুক্তভুগী কবিরের নামে একাউন্ট করে চেকবই নিয়ে যায় অভিযুক্ত হারুন। কবিরের চেক বইতে তার (হারুনের) এনিসেয়াল সাক্ষর দিয়ে স্থানীয় ভুক্তভোগী ১। শিরিন সুলতানা, ২। ওমর খৈয়াম, ৩। নুসরাত জাহান, ৪। লাকি ৫। শামিমা সুলতানা ৬। মোঃ আসাদুল এদেরকে বিভিন্ন অংকের চেক প্রদান করে। ঘটনা জানতে পেরে তার কাছে গেলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে কবিরকে কে পাঠিয়ে দেয়। এরপর স্থানীয়দের পরামর্শে আদালতে গিয়ে একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে অভিযুক্ত হারুন মুন্সী মুঠোফোনে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে কিছু অসাধু ব্যক্তি এলাকার নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে ফায়দা হাসিল করতে চাচ্ছে

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!