ঢাকা, ১৮ মে, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
Publish : 02:36 AM, 09 March 2024.
Digital Solutions Ltd

পবিত্র কাবাঘর তাওয়াফ করা নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

Publish : 02:36 AM, 09 March 2024.
পবিত্র কাবাঘর তাওয়াফ করা নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

পবিত্র কাবাঘর তাওয়াফ করা নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন রমজান মাস উপলক্ষে পবিত্র কাবাঘরের তাওয়াফ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নতুন নির্দেশনামতে, শুধু ওমরাহ পালনকারীরা পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করতে পারবেন। আর সাধারণ মুসল্লিদের মসজিদের অভ্যন্তরে নামাজ পড়তে বলা হয়। ওমরাহযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।

এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পবিত্র মসজিদুল হারাম পরিচালনাকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। করোনাকালের পর থেকে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সেখানে শুধু ওমরাহ পালনকারীরা প্রবেশ করতে পারতেন। সেখানে কেউ সাধারণভাবে তাওয়াফ করতে চাইলে প্রবেশ করতে পারতেন না।

আর নতুন নির্দেশনামতে এখন আর মুসল্লিরা কাবাঘরের সামনে গিয়ে নামাজ পড়তে পারবেন না। আসন্ন রমজান মাসে ওমরাহযাত্রীর উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে অনেকে।

এদিকে পবিত্র মসজিদুল হারামে একজন এবং মসজিদে নববীতে দুজন ইমামকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন ড. ইয়াসির বিন রাশিদ আল-দাওসারি, ড. খালিদ বিন সুলাইমান আল-মুহান্না ও ড. আহমদ বিন আলী আল-হুজায়ফি। গত ৬ মার্চ পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

এর আগে উভয় মসজিদের ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস রমজানসংশ্লিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি উভয় মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে আটজনের নামের তালিকা প্রকাশ করেন। তা ছাড়া পবিত্র মসজিদুল হারামে তারাবি ও তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে অতিরিক্তি থাকবেন শায়খ ড. আল-ওয়ালিদ বিন খালিদ আল-শিমসান ও শায়খ বদর বিন মুহাম্মদ আল-তুর্কি। আর মসজিদে নববীতে তারাবি ও তাহাজ্জুদের ইমাম হিসেবে থাকবেন শায়খ ড. মুহাম্মদ বিন আহমদ বারহাজি ও শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুল মুহসিন আল-কারাফি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান শুরু হবে। এ মাসে বিশ্বের অসংখ্য মুসলিম ওমরাহ পালন করেন। গত বছর এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেন। এ বছর দুই কোটিরও বেশি ওমরাহযাত্রীর আশা করছে সৌদি আরব।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম রায়পুরায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল শিরোনাম ৬৫ দিনের চিন্তায় অন্ধকারাছন্ন জেলে পল্লী শিরোনাম তালতলীতে জমি নিয়ে বিরোধে নারীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম শিরোনাম আমতলীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শিরোনাম ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু শিরোনাম ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন