ঢাকা, ১৮ মে, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
Publish : 02:39 AM, 31 March 2024.
Digital Solutions Ltd

৮ বছর পর জামায়াতের ইফতারে বিএনপি

Publish : 02:39 AM, 31 March 2024.
৮ বছর পর জামায়াতের ইফতারে বিএনপি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ৮ বছর পর জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাসের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল এই অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে গত ২৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

গত বছরের ইফতারে জামায়াতকে আমন্ত্রণ জানায়নি বিএনপি। বিএনপি সূত্রে জানা যায়, দলের নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতার আপত্তি ছিল বিএনপির ইফতারে জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং গতকাল শনিবার জামায়াতের ইফতারে বিএনপির অংশ নেওয়ার বিষয়টিও তার সিদ্ধান্তে হয়েছে।

আজ জামায়াতের ইফতারে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধিদলের অন্য নেতারা হলেন ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদিন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, মিডিয়া সেলের জহির উদ্দিন স্বপন ও শায়রুল কবির খান।

এ ছাড়াও যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিকল্পধারা বাংলাদেশ’র অধ্যাপক নুরুল আমিন বেপারি, গণদলের এটিএম গোলাম মওলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পেশাজীবী নেতারা।

সর্বশেষ ২০১৫ সালে হোটেল সোনারগাঁও হোটেলে জামায়াতের ইফতারে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরের বছরে জামায়াতের ইফতার পুলিশি বিধিনিষেধে বাতিল হয়। এরপর জামায়াতকে বড় আকারে ইফতার অনুষ্ঠান করতে দেখা যায়নি।

হোটেল সোনারগাঁও প্যানপ্যাসিফিকের বলরুমে ইফতারে একই টেবিলের বসে ইফতার করেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, এলডিপি সভাপতি অলি আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

ইফতারে আগে দেশের বর্তমান অবস্থা ও সরকারের দমন-পীড়নের বিষয়টি তুলে ধরে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াত নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ কেন্দ্রীয় নেতারা।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিনা সংগ্রামে মুক্তি আসে না। এ জাতিকে মুক্তির জন্য আরেকটিবার বুক সটান করে দাঁড়াতে হবে। এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের শত্রু নই। আমাদের ওপর আঘাত এলে তার প্রতিরোধ করার দায়িত্ব আমার আছে। কেউ পায়ে পারা দিয়ে বিবাদ করতে এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘বিগত আটটি বছর আমরা সবাই মিলে ইফতার মাহফিলের সুযোগ পাইনি। আজকের ইফতার আয়োজন নিয়েও প্রতিকূলতা ছিল।’

এই ইফতার মাহফিলে আরও অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের জাকির হোসেন খান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, এবি পার্টির যোবায়ের আহমেদ ভুইয়া, এনডিএম’র ববি হাজ্জাজ, বাংলাদেশ ন্যাপের আজহারুল ইসলাম, বিশিষ্টজনদের মধ্যে অধ্যক্ষ যাইনুল আবেদীন, অধ্যাপক ড. আবদুর রব, ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক শামসুল আলম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, বাছির জামাল, শহীদুল ইসলাম, খুরশিদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বরগুনায় বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে আহত শিরোনাম রায়পুরায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল শিরোনাম ৬৫ দিনের চিন্তায় অন্ধকারাছন্ন জেলে পল্লী শিরোনাম তালতলীতে জমি নিয়ে বিরোধে নারীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম শিরোনাম আমতলীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শিরোনাম ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু