ঢাকা, ০২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:০৩ এএম, ০১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে এসএসএফ

প্রকাশিত : ১১:০৩ এএম, ০১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ( ডিসেম্বর) বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খুব শিগগিরই এসএসএফ তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা চোখের রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন।

করোনাকালে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। পরে প্রতি ছয় মাস পরপর সরকারের কাছে আবেদন করলে সাজা স্থগিতের মেয়াদ নবায়ন করা হয়, তবে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

গত বছরের আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আনুষ্ঠানিকভাবে মুক্তি পান। এরপর চলতি বছরের জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন থাকার পর গত মে দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যেতে থাকেন।

সবশেষ গত রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ( ডিসেম্বর) বিকেলে তার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। মূল বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল মঙ্গলবার পৌঁছাবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com