ছবি : সংগৃহীত।
গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এসে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তাঁর যোগদানের ঘোষণা দেন। এ সময় দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং এই সময়ে রেজা কিবরিয়ার মতো একজন মেধাবী ব্যক্তিত্বকে দলে পাওয়া তাঁদের জন্য আনন্দের। তিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও রেজা কিবরিয়াকে স্বাগত জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সংস্কারে যোগ্য ও মেধাবী নেতৃত্ব প্রয়োজন। এই কারণে রেজা কিবরিয়ার বিএনপিতে আসাকে তাঁরা ইতিবাচকভাবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগদান উপলক্ষে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি দুবার দেশকে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে’ রক্ষা করেছে—একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে, আরেকবার খালেদা জিয়ার নেতৃত্বে। এসব কারণেই তিনি বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছেন বলে জানান তিনি। এছাড়া জিয়াউর রহমানকে তিনি নিজের রাজনৈতিক আদর্শ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান বিএনপি আগের চেয়ে বদলে গেছে এবং নতুন প্রজন্মের স্বপ্ন পূরণে সক্ষম নেতৃত্ব তৈরি হয়েছে। তাই তিনি ভবিষ্যত বিএনপিকে আরও শক্তিশালী ও আধুনিক রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চান।
সূত্র জানায়, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য, বিএনপি গত মাসে যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, এর মধ্যে হবিগঞ্জ-১ আসনটি শূন্য রাখা হয়েছিল—যা রেজা কিবরিয়ার জন্য বরাদ্দ হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com