নিজস্ব প্রতিনিধি
নলকা শেরপুরে কর্মরত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর উপর অতর্কিত হামলা ও শারীরিক হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি অফিসে এক ঘণ্টার প্রতীকী কলমবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ১১ ই নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলমবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের সহপাঠীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মাঠ পর্যায়ে কৃষি উন্নয়নে যারা কাজ করছেন, তাদের উপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com