ঢাকা, ২০ জুলাই, ২০২৫
মো আব্দুল্লাহ আনন্দ রংপুর প্রতিনিধি :
প্রকাশিত : ১১:১৫ এএম, ১৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

রংপুরের ভাস্কর্য 'অর্জন' থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৯ জুলাই ২০২৫

মো আব্দুল্লাহ আনন্দের পাঠানো ছবি

মো আব্দুল্লাহ আনন্দ রংপুর প্রতিনিধি :

রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য 'অর্জন' থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা। এসময় তারা ভাস্কর্যের থাকা শেখ মুজিবের ছবিতে কালো রঙের কালি লেপন করে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত 'অর্জন' চত্বরে কয়েকজন জুলাই জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে  সিটি করপোরেশন থেকে আনা গাড়িতে চড়ে ভাস্কর্যের উপরে থাকা শেখ মুজিবুর রহমানের  ছবিটি মুছে দিতে কালো রঙের স্প্রে ব্যবহার করে।

এ সময় 'জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় জুলাই আন্দোলনের বিপ্লবী যোদ্ধাদের। পরে শেখ মুজিবুর রহমান ছবি মুছে দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা।

এর আগে, ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে সেখানে 'অর্জন' ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে, প্রাকৃতিক ঝড় বৃষ্টিতে পতাকাটি সরে গেলে আগের মতো ভাস্কর্যের দিকে তাকালে চোখে পড়ে শেখ মুজিবুর রহমানের ছবি।  দেশের কোথাও শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত অর্জন ভাস্কর্যে তার ছবি চোখে না পড়লেও রংপুরে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। 

এদিকে, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এনসিপির সমাবেশে হামলা ও ভাঙচুর চালানোর পর তাদের গাড়িবহরে ও হামলা করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এদিন সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে নিরাপদে খুলনায় যান নাহিদ-আখতররা। হামলার এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। এরই রেশ কাটতে না কাটতেই শেখ মুজিবুরের ছবিতে কালো লেপনের ঘটনাটি ঘটেছে। 

এদিকে বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, যতদূর জানি, জুলাইয়ের গেজেটভুক্ত কয়েকজন আহত নিজ উদ্যেগে ওখানে যে শেখ মুজিবুর রহমানের অর্থাৎ ফ্যাসিস্টের যে প্রতীক আছে উপরে সেটাতে রং করবে তারা। অর্জন ভাঙবে না তারা, কারণ অর্জন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর তাদের অফিসিয়াল পেজে ছবিসহ একটি পোস্ট করছেন। সেখানে লেখা রয়েছে থ'গোপালগঞ্জে খবর পাঠাও— রংপুরে বাকশালি মুজিবের ছবিতে কালো রং মেখে দিয়েছে কয়েকজন জুলাই যোদ্ধা।'

এর আগে, এ বছরের ৫ ফেব্রুয়ারি রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যাম্পাসে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা  শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভেঙ্গে ফেলা হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম রংপুরের ভাস্কর্য 'অর্জন' থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা শিরোনাম রংপুরের কাউনিয়ার জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো নিহত শিরোনাম দোয়ারাবাজারে নরসিংপুরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের অবস্থা গুরুতর শিরোনাম ২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে পেনাল্টিসহ একাধিক নিয়ম শিরোনাম ফেসবুকে সুসম্পর্ক তৈরি করে নোয়াখালীর যুবককে লক্ষ্মীপুর ডেকে এনে অপহরণ শিরোনাম চীনের সাথে জোরালো আলোচনা চলছে, দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: কুড়িগ্রামে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান