ঢাকা, ০২ জুলাই, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৩ জুন ২০২৫
Digital Solutions Ltd

এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৩ জুন ২০২৫

এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, এই পদক্ষেপ শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ। যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। হামলার ঘটনায় ভিপি নুর ও তার সহযোগীরা চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ ছিলেন। পরে সেনাবাহিনীর সহযোগীতায় তারা মুক্ত হন। এসব হামলার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উলটো গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নিষিদ্ধ করেছে।

সভায় আরও জানানো হয়, বিএনপির কেন্দ্র থেকে গণঅধিকার পরিষদকে সহযোগীতার নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে উলটো অসহযোগিতা ও সহিংসতা চালানো হচ্ছে। গলাচিপা ও দশমিনার চরবিশ্বাস, বকুলবাড়িয়া, আটহরা, কলাপাড়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের স্থানীয় কার্যালয় ও কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় নুরের ছোট ভাইসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। 

বলা হয়েছে, হামলাকারীরা বরিশালসহ আশপাশের এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিয়েছে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চালিয়েছে।

প্রশাসন হামলাকারীদের থামাতে না পেরে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বরং নিরাপরাধ দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, এ ধরনের প্রশাসনের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে না। বরং এটি একটি পক্ষপাতদুষ্ট ও ক্ষমতা সমর্থক প্রশাসনের প্রতিচ্ছবি।

এছাড়াও তিনি বর্তমান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। 

তিনি বলেন, বর্তমান ডিসি বিএনপি নেতা হাসান মামুনের ছত্রছায়ায় পতিত সরকারের দোসর হারুন-বেনজীরের ভূমিকায় অবতীর্ণ হতে চায়। তাই তার অপসারণ দাবি জানাচ্ছি। প্রশাসনের নির্লজ্জ পক্ষাবলম্বন এবং হামলাকারীদের প্রশ্রয়দানকে গণতন্ত্র ও বিরোধী রাজনীতির জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, স্থানীয়ভাবে যারা সহিংসতা চালাচ্ছে তাদের অপকর্ম তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা প্রয়োজন। নাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে এই বিভাজনের দায় দলের ওপরই বর্তাবে। 

একইসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদ এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়নি এবং তারা চলমান সহিংসতার ঘটনা স্মরণে রাখবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ধর্ষণের পরও ধর্ষক ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে! শিরোনাম বন্ধুদের সাক্ষী রেখে স্ট্যাম্পে স্বাক্ষর করে বিয়ে, কলেজছাত্রী অনশন শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার