ঢাকা, ০২ জুলাই, ২০২৫
খুলনা প্রতিনিধি। :
প্রকাশিত : ১১:১৪ এএম, ১৩ জুন ২০২৫
Digital Solutions Ltd

তবে কি তাজিম ও রুবেলেই আস্থা খুলনার তৃণমূল ছাত্রদলের?

প্রকাশিত : ১১:১৪ এএম, ১৩ জুন ২০২৫

তবে কি তাজিম ও রুবেলেই আস্থা খুলনার তৃণমূল ছাত্রদলের?

খুলনা প্রতিনিধি। :

বাংলাদেশের বর্তমান সব থেকে বড় গণতান্ত্রিক দল  জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপি'র প্রাণ বলা হয় সংগঠনটির অঙ্গ সংগঠন ছাত্রদলকে। 
কারণ  তারুণ্যে ভরপুর এই সংগঠনটি দেশ ও জাতির স্বার্থে যেকোনো ন্যায্য দাবি আদায়ে সবার আগে রাজপথে বুক পেতে দিয়ে অপশক্তিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে  মোকাবেলা করে আসছে  এই ছাত্রদল।  
৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশেই বিএনপি ও তাদের অঙ্গসংগঠন গুলোর নতুন কমিটি গঠন করা হচ্ছে। 
নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে অনেক জায়গাতেই হচ্ছে নির্বাচন আবার অনেক জায়গাতে করে দেয়া হচ্ছে নির্ধারণ। 
এই ধারাবাহিকতায় খুলনা মহানগরীতেও বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলোর মহানগর  কমিটি করা হয়েছে।
শুধু বাকি রয়েছে ছাত্রদলের কমিটি। 
ইতিমধ্যে ছাত্রদলের কমিটি নিয়ে শোনা যাচ্ছেন নানান গুঞ্জন। 
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন প্রায় ডজন খানিক।
তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সভাপতি পদপ্রার্থী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রশিউর রহমান রুবেল। 
 তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, 
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস ও রশিউর  রহমান রুবেল  তাদের কাছে এক আস্থার জায়গা। 
বিগত ফ্যাসিস্ট  সরকারের আমলে বারবার কারাবরণ করেছেন নির্যাতিত নিপীড়িত হয়েছেন তবুও শেষ মুহূর্ত পর্যন্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তারা।
কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন কি অবস্থায় আছে তারা এমনকি অসুস্থ কর্মীদের চিকিৎসা খরচ ও বহন করেছেন । বিগত সরকারের আমলে যারা গ্রেফতার হয়েছিল সে সকল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন যেন পরিবার-পরিজনের কোন প্রকার সমস্যা না হয়। 
তৃণমূলের কর্মীদের দাবি তৃণমূল বান্ধব নেতাদের দিয়ে করা হোক খুলনা মহানগর ছাত্রদলের কমিটি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বন্ধুদের সাক্ষী রেখে স্ট্যাম্পে স্বাক্ষর করে বিয়ে, কলেজছাত্রী অনশন শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ