ঢাকা, ১৫ মে, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০২:০১ পিএম, ১৪ মে ২০২৫
Digital Solutions Ltd

সাংবাদিকসহ জবি শিক্ষার্থী-শিক্ষকের ওপর হামলার নিন্দা শিবিরের

প্রকাশিত : ০২:০১ পিএম, ১৪ মে ২০২৫

সাংবাদিকসহ জবি শিক্ষার্থী-শিক্ষকের ওপর হামলার নিন্দা শিবিরের

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বুধবার (১৪ মে) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ সংক্রান্ত এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করে। মৎস্য ভবন এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তাদের বাধা প্রদান করে এবং হামলা চালায়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী, অন্তত ৫ জন শিক্ষক ও ৬ জন সাংবাদিক আহত হয়েছেন।

মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এমন দমনমূলক আচরণ বিগত ফ্যাসিবাদী শাসনের নির্মম চিত্রকেই মনে করিয়ে দেয়।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে একটি নিরাপদ আবাসন এবং সহায়ক পরিবেশ অপরিহার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীর প্রধানতম সমস্যা হলো আবাসন সংকট। দেশের প্রাচীনতম কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হলেও আবাসন সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশেষ করে পুরোনো ১২টি হল উদ্ধার করতে না পারা, নতুন হল নির্মাণে দীর্ঘসূত্রিতা, পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়নে ব্যর্থতা ও বাজেট সংকট বিশেষভাবে লক্ষণীয়।

অপরদিকে ঢাকায় উচ্চ বাসা ভাড়া শিক্ষার্থীদের ওপর ব্যাপক আর্থিক চাপ সৃষ্টি করছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। 

মতপ্রকাশ ও ন্যায্য দাবি উপস্থাপন একটি সভ্য রাষ্ট্রে নাগরিকদের মৌলিক ও সর্বজনস্বীকৃত অধিকার। এমন যৌক্তিক আন্দোলনে বাধা প্রদান করা গ্রহণযোগ্য নয়। আমরা এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্তসাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম পিলখানা হত্যাকাণ্ড: কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন শিরোনাম নিরাপত্তা বাড়ানো হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের শিরোনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আসা সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর শিরোনাম সরকার কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে: মাহফুজ আলম শিরোনাম আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শিরোনাম যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, আ.লীগের চূড়ান্ত ‘নৌকাডুবি’