অবশেষে গ্রেপ্তার হলেন কুড়িগ্রামের আলোচিত আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়া
কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিমন্ত্রীর ‘ঘনিষ্ঠজন’ পরিচয় ব্যবহার করে তিনি নানা অপকর্মের নেতৃত্ব দিতেন। সুরুজ্জামাল মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
সুরুজ্জামাল মিয়ার বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি আজাহার মণ্ডল নামে এক নৌকার মাঝিকে অপহরণ ও গুম মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি সমর্থক আবুল কাশেমের বাড়িতে হামলা চালিয়ে দুটি গরু লুট করে ভূরিভোজ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশকে হুমকি প্রদান, স্কুলে চাকরি দেওয়ার নামে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন সুরুজ্জামাল। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, সুরুজ্জামাল মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com