ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
নিয়ামুল ইসলাম,ধুনট, বগুড়াঃ :
প্রকাশিত : ১০:৫৩ এএম, ০৩ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

বাঁশের সাঁকোই দুই জেলার মানুষের একমাত্র ভরসা

প্রকাশিত : ১০:৫৩ এএম, ০৩ মার্চ ২০২৫

বাঁশের সাঁকোই দুই জেলার মানুষের একমাত্র ভরসা

নিয়ামুল ইসলাম,ধুনট, বগুড়াঃ :

একটি ব্রিজ লাখো মানুষের শতাব্দীর দাবি। প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে প্রতিশ্রুতি আর মাপ ঝোপে, রদবদল হয়েছে বহু সরকার। কিন্তু স্বাধীনতার ছাপ্পান্ন বছরেও মেলেনি একটি ব্রিজ। দুই জেলার শেষ প্রান্তে হওয়ায় ঠেলাঠেলি আর লাভ ক্ষতির হিসাবে আলোর মুখ দেখেনি ব্রিজটি। 
বলছি সিরাজগঞ্জ জেলা শহরের অদূরে রতনকান্দি ইউনিয়নের বুক চিরে বয়ে চলা ইছামতী নদীর অববাহিকায় ''একডালা'' পাটনি বাড়ি ঘাটের কথা। বলা-বাহুল্য বগুড়া জেলার দক্ষিণের শেষ প্রান্তে ধুনট উপজেলার কোল ঘেঁষে গোপালনগর ইউনিয়নের পূর্ব দক্ষিণ পাশে একডালা ঘাটের অবস্থান। 

ভৌগোলিক কারণে সিরাজগঞ্জ এবং বগুড়া জেলা পাশাপাশি হওয়ায় আদি কাল থেকে দুই জেলার মাঝে অর্থনীতি রাজনীতি ভাষা যোগাযোগ এবং সংস্কৃতির গভীর সম্পর্ক সূচিত হয়। কিন্তু দুটি জেলার সংযোগ স্থলে ইছামতী নদীর ''একডালা ঘাট'' নিতান্তই একটি দুঃখের নাম। যা দুই জেলার আধুনিক যোগাযোগের অন্যতম অন্তরায় বলে বিবেচ্য।  

যোগাযোগ এবং গুরত্বের কথা বিবেচনা করলে অবশ্যই এই স্থানে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার সাধারণ মানুষ। একটা সময় সিরাজগঞ্জ শহরের সাথে বগুড়া শহরের তাঁত শিল্প কুটির শিল্প খাদ্য শস্য কাঁচামাল যন্ত্রপাতি ক্রয় বিক্রয়ের অন্যতম মাধ্যম ছিল এই ঘাট। ইদানিং এই ঘাটে রয়েছে পাশাপাশি দুটি সাঁকো। যেখানে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয়রা সাঁকো নির্মাণ করে তথাকথিত ইজারাদার এবং ঘাটের মাঝি পরিচয়ে পথচারিদের চাপে ফেলে তোলেন টাকা। কখনো কখনো দেখা যায় এ নিয়ে পথচারী ও ঘাটেলদের সাথে বাকবিতন্ড।

বর্ষা মৌসুমে জনসাধারণের ভোগান্তির চিত্র এবং দুই ঈদে  ঘরে ফেরা মানুষদের মনে করিয়ে দেয় টেকসই একটি ব্রিজের গুরুত্ব। মাঝে মাঝে নৌকা ডুবি, সাঁকো দুর্ঘটনা এবং চাপ সৃষ্টি করে টাকা আদায় কোমলমতি শিক্ষার্থী ও ভ্রমণ পিপাসু যাত্রীদের মনে বিরূপ প্রভাব ফেলে। এছাড়া মুমূর্ষু রোগী এবং কাঁচামাল পরিবহনে ঝুঁকি নিয়ে চলে গ্রামের সাধারণ মানুষ। 

বগুড়া জেলার নবীন লেখক ও দৈনিক কলম সৈনিক পরিবারের নিয়মিত কলামিস্ট শেখ সোহেল রানাঃ ব্রিজটি নির্মিত হলে সিরাজগঞ্জ জেলার রতনকান্দি, গান্ধাইল, শুভগাছা, মেছড়া, পিপুলবাড়িয়া-বাগবাটি এবং প্রতিবেশী বগুড়া জেলার অলোয়া মথুরাপুর হাট, গোপালনগর, চান্দাইকোনা, ধুনট, চৌকিবাড়ি ইউনিয়নের বেশ কয়েক লাখ মানুষ সহজেই যোগাযোগ করতে সক্ষম হবে

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!