রমজানের পবিত্রতা রক্ষায় ধুনটে জামায়াতে ইসলামীর র্যালী
রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোসাইবাড়ী ইউনিয়ন শাখা বিশাল র্যালী ও পথসভা করেছে। শনিবার (১ মার্চ ) বিকেল ৫ টায় গোসাইবাড়ী সাতমাথা থেকে র্যালীটি শুরু করে গোসাইবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহবান জানান।
র্যালীর পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা আবদুল করিম, অ্যাসিস্ট্যান সেক্রেটারি মাওলানা আঃ ওহাব, গোসাইবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লী চিকিৎসক আলী আকবর
মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, মাওলানা খলিলুর রহমান, মকবুল হোসেন।
পথ সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।’
এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, বিভিন্ন প্রকার শ্লোগান দিতে দেখা গেছে। র্যালীতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com