ধুনটে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি ও সংবর্ধনা প্রদান
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ছাতিয়ানী রোকেয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৪ ফেব্রুয়ারি) শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক সুধী সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের চেক প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত সমাজ মানবিক মানুষ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন। শিক্ষা সাহিত্য বৃক্ষরোপণ শীতবস্ত্র বিতরণ দুস্থদের আর্থিক সহায়তা আদর্শ জাতিগঠন নৈতিক মূল্যবোধ সৃষ্টি সহ বহুমাত্রিক জনকল্যাণ মূলক কাজের পথিকৃৎ ফাউন্ডেশনটি।
অত্র অঞ্চলের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬২ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে চতুর্থ শ্রেণিতে ২৭ জন এবং সপ্তম শ্রেণীতে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সহ চেক প্রদান করা হয়েছে। এলাকায় সুশিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ৫ জন শিক্ষক শিক্ষিকাকে গুণীজন সংবর্ধনা প্রদান করে ফাউন্ডেশনটি।
আল ইমরান মুকুল ও টি.এম. সোহাগ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোড়খালি সিনিয়র মাদ্রাসার অধ্যাপক মাও: আমিনুল ইসলাম, সম্মানিত অতিথি চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিখিল চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল ইসলাম সিকিম, প্রয়াত শাহজালাল মুন্সির সন্তান রফিকুল ইসলাম ফেরদৌস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ মাসুম, বিএসসি শিক্ষক আফজাল হোসেন ও বহুলুল ইসলাম প্রমুখ
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com