বরগুনায় অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
বরগুনায় অটো চালক কামাল মিনা নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বরগুনা সদর থানা পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের মতলেব মিনার ছেলে কামাল মিনা তার নিজ বাড়ির সামনে জাম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় জলিল নামের এক ব্যক্তি। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে দেখতে পায়। সকালে সদর থানা থেকে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন পরিবার সহ ঢাকায় কাটিয়েছে কামাল। গত তিন বছর আগে পরিবার নিয়ে নিজ এলাকা শিংড়াবুনিয়া বসবাস শুরু করেন। ছেলে মেয়ে মানুষ করার জন্য ব্যাটারি চালিত অটো রিস্কা চালাতেন তিনি। প্রতিদিনের মতোই সকালে নামাজের উদ্দেশ্যে বের হয় কামাল। এরপর প্রতিবেশী জলিল মিয়ার ডাকে ঘুম ভাঙ্গে পরিবারের। ছেলেমেয়ে ও স্ত্রী গিয়ে দেখতে পায় বাবা ঝুলে আছে গাছের সাথে।
ছোট মেয়ে মুক্তা মনির দাবি তখনো জীবিত ছিল তার বাবা।সেখান থেকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয় তাকে। পরে স্থানীয় এক চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করার পরে এলাকায় শোকের মতন নেমে পড়ে।
পরিবারের দাবি ৩ ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখেই জীবন যাপন করছিলেন কামাল মিনা। আত্মহত্যা করার মত কোন কারণ খুঁজে পাচ্ছেন না তারা। অস্বাভাবিক এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না পরিবার। বড় মেয়েকে বিয়ে দিয়েছে ৭- ৮ বছর আগে ছোট মেয়ে মুক্তা মনি বরগুনা সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। ছোট ছেলে রবিউল ইসলাম কেওরাবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন। এমত অবস্থায় বাবাকে হারিয়ে দিশেহারা এই দুই সন্তান।
স্থানীয়রা বলছেন, কামাল মিনা খুব ভালো মনের মানুষ ছিলেন। তার সাথে কারো সাথে কোন দ্বিধা দ্বন্দ্ব হতো না। এমনকি তার সাথে কারো লেনদেনও ছিল না। তার এই অস্বাভাবিক মৃত্যুকে হত্যা বলে মনে করছেন স্থানীয়রা।
মেয়ে মুক্তা মনি বলেন,আমার বাবা আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে ঐখানে জুলিয়ে রাখা হয়েছে। আমার বাবার লাশ যখন উদ্ধার করেছি তখন তার পা ও হাঁটু মাটিতে বসা অবস্থায় পাওয়া যায়।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের দেয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com