ঢাকা, ১৮ মে, ২০২৪
বিনোদন ডেস্ক :
Publish : 11:34 PM, 23 March 2024.
Digital Solutions Ltd

মীমাংসায় কত টাকা ফেরত দিলেন অপূর্ব

Publish : 11:34 PM, 23 March 2024.
মীমাংসায় কত টাকা ফেরত দিলেন অপূর্ব

মীমাংসায় কত টাকা ফেরত দিলেন অপূর্ব

বিনোদন ডেস্ক :

গেল কিছুদিন আগেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলেছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। এ ব্যাপারে আইনি নোটিশও পাঠানো হয়েছিল অভিনেতাকে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই দুই পক্ষকে নিয়ে বসে মীমাংসা করে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘ।

টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ মীমাংসার সময় জানায়, এ নিয়ে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। আর অগ্রিম নেওয়া অর্থ থেকে সম্পন্ন করা কাজের পারিশ্রমিক রেখে বাকি অর্থ সমন্বয় করে নেবে প্রযোজনা প্রতিষ্ঠান ও অভিনেতা অপূর্ব। এর একদিন পরই প্রযোজনা প্রতিষ্ঠানকে বাকি অর্থের চেক টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে ফেরত দেন অভিনেতা।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের একটি সূত্র জানায়, বিষয়টি সমাধান করতে ১৪ লাখ টাকার বেশি গুনতে হয়েছে অভিনেতা অপূর্বকে।

 

প্রায় দুই বছর আগে, প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি নাটকের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। চুক্তি অনুযায়ী কথা ছিল, প্রতি মাসে তিনদিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং করবেন তিনি। এ শর্তে তাকে অগ্রিম ২৫ লাখ টাকা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান।

৯টি নাটকের শুটিংও করেন অপূর্ব। এরপর চুক্তি অনুযায়ী আরও ৯ লাখ টাকা দেয়া হয়। কিন্তু এরপর আর কাজ না করা এবং যোগাযোগ থেকে বিরত থাকার অভিযোগ আনা হয় অপূর্বর বিরুদ্ধে। তবে সবশেষ অর্থ প্রদানের মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানির সঙ্গে সব জটিলতা কাটিয়ে উঠলেন পর্দার এই ব্যস্ততম অভিনেতা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু শিরোনাম ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন শিরোনাম মাদ্রাসা ছাত্র সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবর গ্রেপ্তার শিরোনাম চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই শিরোনাম ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার শিরোনাম চুয়াডাঙ্গায় পাখীভ্যানের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু