ঢাকা, ১৮ মে, ২০২৪
বিনোদন ডেস্ক :
Publish : 11:34 PM, 23 March 2024.
Digital Solutions Ltd

৭ বছর ধরে চেষ্টার পর ব্যর্থ রানি বললেন, ‘পারলাম না’

Publish : 11:34 PM, 23 March 2024.
৭ বছর ধরে চেষ্টার পর ব্যর্থ রানি বললেন, ‘পারলাম না’

৭ বছর ধরে চেষ্টার পর ব্যর্থ রানি বললেন, ‘পারলাম না’

বিনোদন ডেস্ক :

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন রানি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গর্ভপাতে মারা যায় সন্তান।

গত বছর মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে নিজের গর্ভপাত নিয়ে খোলামেলা কথা বলেছিলেন রানি। ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম গালাটা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে রানি জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।

এ আলাপচারিতার রানি মুখার্জি বলেন, ‘আমি ৭ বছর দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করেছি। আমার মেয়ের বয়স এখন ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু আমি আমার সন্তানটিকে হারিয়ে ফেলি।’

আর মা হতে পারবেন না জানিয়ে রানি মুখার্জি বলেন, ‘আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটি খুবই বেদনাদায়ক। কারণ আমি আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না। আমার জন্য সত্যি এটি বেদনার।’

কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানি। কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট।’

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। তারপর অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন রানি।

উল্লেখ্য, রানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং শুরুর আগে গর্ভপাত হয় রানীর। কিন্তু তিনি এ ঘটনা কাউকে জানাননি। এমনকী এ সিনেমার প্রযোজক-পরিচালক কেউ-ই তা জানতেন না।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু শিরোনাম ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন শিরোনাম মাদ্রাসা ছাত্র সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবর গ্রেপ্তার শিরোনাম চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই শিরোনাম ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার শিরোনাম চুয়াডাঙ্গায় পাখীভ্যানের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু